কেঁচোদে এর পোস্টার |
মতি প্রকাশন তার পাঠকদের জন্য মাঝেমধ্যেই বইঠই ছাপে।মতি প্রকাশনের এবারের চমক কেচোদে নামক একটি সামাজিক কমিক বই!বইটি লিখেছেন বিশ্ব সাহিত্যিক মিঃ মতিউর ইসলাম করাতী।বইটি প্রকাশ করা হবে ১২/১৩/২০১৬ তারিখে।
বইটির নাম এতটা রহস্যজনক কেন এ প্রশ্নের জবাবে মিঃ করাতী
একদিন একটা মুরগী খাবারের জন্য ঘরে ঢুকলে তিনি তার ছেলেকে বল্লেন ওকে মাটি খুড়ে কেঁচোদে পেট পুরে খাক।সেখান থেকেই এই নাম নেয়া আরকি!আসলে আপনারা যা ভেবেছেন তা নয় কেঁচোদে মানে অন্যকিছু বুঝানো হয়েছে! কেঁচোদে নাম দেখে পাঠকরা ভাববেন অন্যকিছু তাই বই ও বিক্রি হবে ধুমসে!
সে যাই হোক বইটি পুরোপুরি মুরগী আর কেচোদে-র কাহীনি নিয়ে সাজানো তাই এই সামাজিক বইটি পড়ার অনুরোধ সবাইকে।
(c)
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনবইটি আমরা টেকা খরচা করিয়া সবাই মিলে পড়ার উয়াদা করচি!
উত্তরমুছুন